উড়ন্ত গাড়ি (SkyRunner)



মাটিতে চলে আবার আকাশে উড়তে পারে এমন এক গাড়ির নাম Sky Runner । আসুন এই গাড়ির ফিচারগুলো দেখে নেয় -->

১) শূন্য থেকে ৬২ মাইল/ঘণ্টা স্পীড উঠতে সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড ।

২) সর্বোচ্চ গতিবেগ মাটিতে ১১৫ মাইল/ঘণ্টা এবং তিন মিনিটের মধ্যে আকাশে উড়তে সক্ষম ।

৩) ১ লিটার সাইজের গ্যাসোলিন ইঞ্জিন ১২৩ হর্সপাওয়ার উদপাদন করতে সক্ষম ।

৪) মাাটি থেকে সর্বোচ্চ ১৫০০০ ফিট উপরে এবং ২০০ নটিক্যাল মাইল ভ্রমণের ক্ষমতা রাখে ।

৫) গাড়িটির ওজন ৯২৬ পাউন্ড ।