3D প্রিন্টারের ইতিহাস


চাক হাল একজন আমেরিকান ইঞ্জিনিয়ার বয়স প্রাই ৭৪ এর কাছাকাছি । ১৯৮৩ সালে হাল একটা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত ছিলেন । তার ব্যবসাটা ছিল টেবিলের উপর আলট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে শক্ত একটা আবরণ তৈরি করা ।  হটাৎ তার মাথায় এই বুদ্ধি এলো যদি কম্পিউটারে যে সমস্ত ডিজাইনগুলো আছে এগুলোকে যদি বাস্তব রূপ দেওয়া যায় তবে কেমন হয় এরপর শুরু হয়ে গেল গবেষণা অবশেষে এক রাতে তিনি তার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সফল হলেন । তার প্রথম আবিষ্কার ছিল একটি প্লাস্টিকের গ্লোব থেকে অবিকল একটা গ্লোব তৈরি করা ।



3D Printing এর জন্য চাক হাল ফটোপলিমার নামক উপকরণ ব্যবহার করেন যেটা সাধারণত তরল অবস্থায় থাকে কিন্তু আলট্রা ভায়োলেট রশ্মির সংস্পরশে এলে কঠিন রূপ ধারণ করে । তিনি এই প্রক্রিয়ার নাম দেন ইস্টেরিওলিথোগ্রাফি । 

কিছু 3D প্রিন্টেড করা যন্ত্রপাতির ছবি >>>