পাওয়া গেল ৪০০ বছরের পুরানো সুইস ঘড়ি


মিং রাজবংশের  একটি অক্ষত চীনা সমাধি যা ছিল ৪০০ বছরের পুরানো । এই সমাধির কফিনের মুখ খোলা এবং কাপড় সরানোর পর পাওয়া গেল সুইস ঘড়ি । তখনো ঘড়িটাতে ১০:০৬ বাজে । কিন্তু পূর্বের ইতিহাসে এটাই বলে যে ১৭৮০ সালের পূর্বে ইউরোপে এরকম ঘড়ির কোন অস্তিত্ত পাওয়া যাই নি ।