আসুন কিছু মজার জিনিস দেখি
কালো ডটটির দিকে একভাবে তাকিয়ে থাকুন
নীল বর্গক্ষেত্রগুলো কি ঠিক আছে ?
মাঝখানের বৃত্তটি কি পরিপূর্ণ ভাবে গোল ?
বক্সের লেখার
মধ্যে কোন ভুল
আছে কি ?
দেখুন তো বৃত্তের মাঝখানের অংশটি নড়ে কিনা ?
পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন পদার্থ
Aerogel
পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন পদার্থ । সেমুয়েল ইষ্টিফেন নামের একজন
বিজ্ঞানী ১৯৩১ সালে এটি আবিষ্কার করেন । এরোজলে ৯৯.৮% বাতাস এবং ০.২%
সিলিকন ডাই ওক্সাইড দিয়ে তৈরি । এটির ঘনত্ব ১.৯ মিলিগ্রাম/সেন্টিমিটার । মানুষের
আকারের একটা এরোজল ব্লকের ওজন মাত্র ৪৫৫ গ্রাম ।
3D প্রিন্টারের ইতিহাস
চাক হাল একজন আমেরিকান ইঞ্জিনিয়ার । বয়স প্রাই ৭৪ এর কাছাকাছি । ১৯৮৩ সালে হাল একটা ছোটখাটো ব্যবসার
সাথে জড়িত ছিলেন । তার ব্যবসাটা ছিল টেবিলের উপর আলট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে
শক্ত একটা আবরণ তৈরি করা । হটাৎ তার মাথায় এই বুদ্ধি এলো যদি কম্পিউটারে যে সমস্ত ডিজাইনগুলো আছে এগুলোকে যদি বাস্তব রূপ দেওয়া
যায় তবে কেমন হয় । এরপর
শুরু হয়ে গেল গবেষণা । অবশেষে
এক রাতে তিনি তার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সফল হলেন । তার প্রথম
আবিষ্কার ছিল একটি প্লাস্টিকের গ্লোব থেকে অবিকল একটা গ্লোব তৈরি করা ।
উড়ন্ত গাড়ি (SkyRunner)
মাটিতে চলে আবার আকাশে উড়তে পারে এমন এক গাড়ির নাম Sky Runner । আসুন এই গাড়ির ফিচারগুলো দেখে নেয় -->
১) শূন্য থেকে ৬২ মাইল/ঘণ্টা স্পীড উঠতে সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড ।
২) সর্বোচ্চ গতিবেগ মাটিতে ১১৫ মাইল/ঘণ্টা এবং তিন মিনিটের মধ্যে আকাশে উড়তে সক্ষম ।
৩) ১ লিটার সাইজের গ্যাসোলিন ইঞ্জিন ১২৩ হর্সপাওয়ার উদপাদন করতে সক্ষম ।
৪) মাাটি থেকে সর্বোচ্চ ১৫০০০ ফিট উপরে এবং ২০০ নটিক্যাল মাইল ভ্রমণের ক্ষমতা রাখে ।
৫) গাড়িটির ওজন ৯২৬ পাউন্ড ।
আইফোন যখন অণুবীক্ষণ যন্ত্র
কেমন হয় যদি আপনার আইফোনকে অণুবীক্ষণ যন্ত্র হিসাবে ব্যবহার করা যেত । এমনি এক অসাধ্য কাজ কে সাধন করেছে Yoshinok নামের এক ভদ্রলোক । এই কাজের জন্য তার খরচ হয়েছে মাত্র ১০ ডলার ।তিনি এই প্রোজেক্টটির জন্য ব্যবহার করেছেন কয়েকটি প্লেক্সিগ্লাস স্লাইড,একটি লেজার পয়েন্টার এবং আইফোন ৪ ।
এই ডিজিটাল অণুবীক্ষণ যন্ত্রকে ব্যবহার করে প্রায় ১৭৫ গুন জুম্ করা সম্ভব ।
অসমাধিত এক রহস্য (The Disappearance of Frederick Valentich)
২০ বছর বয়সী Frederick Valentich ১৯০৬ সালে অস্ট্রেলিয়ার Melbourne থেকে ১৩০ কিমি. দক্ষিণে কিং ফিল্ড এলাকাতে Cessna 182 নামক বিমান চালাচিছলেন । কিং ফিল্ড এ তার অবতরণ করার কথা ছিল ।কিন্তু কোন একটি অজানা কারণে তিনি অবতরণ করতে ব্যর্থ হন । Melbourne flight service তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি যে সমস্ত কথা বলেছিলেন তা ছিল অবিশ্বাস্য । সেই কথাগুলো ছিল
চাঁদে পাওয়া গেল অক্সিজেনের অস্তিত্ব
নাসার বিজ্ঞানীরা এই প্রথম বারের মত চাঁদের মাটিতে খুজে পেল অক্সিজেনের অস্তিত্ব ।
বিজ্ঞানীরা Hubble telescope দিয়ে এটি খুজে পেতে সক্ষম হয়েছেন ।
কিছু মজার তথ্য যা আপনার ভালো লাগবে
- ফেলিক্স হফম্যান একই বছরে হেরোইন ও এসপিরিন উদ্ভাবন করেন : ১৮৯৭
- আলু ১৭৪৮ থেকে ১৭৭২ এর মধ্যে ফ্রান্সে অবৈধ ছিল
- পৃথিবীর প্রতি ৩ জনের মধ্যে ১ জনই মোটা (overweight)
- পৃথিবীর সমস্ত ব্যাটারী একত্রে বিশ্বের বিদ্যুতের চাহিদার মাত্র 10 মিনিট পূরণ করতে পারে
- ব্রিটেন, প্রায় প্রতি বছর 20 জন বিছানা থেকে পড়ে মারা যায়
Subscribe to:
Posts (Atom)